স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : রাতের আঁধারে আসামের দুই যুবক চুরি করে নিয়ে গেল আগর কাঠ। ঘটনা ইরানি থানার অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের ফারুক আলীর বাড়িতে। জানা যায়, ফারুক আলীর বাড়িতে আসামের হুজাই দক্ষিণ সোনা বিলের দুই যুবক শামীম মিয়া এবং হাচিবআলী থাকত। তারা আগরের কাজ করতো।
দুই যুবক এখানে থাকাকালীন অবস্থায় ধর্মনগরের অপর এক যুবককে এই ফারুক আলীর বাড়িতে নিয়ে আসে। তারা তিনজন মিলে আগরের কাজ শুরু করত দীর্ঘদিন ধরে। অনেক বিশ্বাসের সহিত ফারুক আলী দামি আগর গাছ যত্ন নেওয়ার দায়িত্ব দেন তিন যুবককে। কিন্তু আসামের দুই যুবক গত ২১ নভেম্বর ধর্মনগরের যুবককে ঘুমে রেখে গভীর রাতে প্রায় দু লক্ষ টাকার আগর কাঠ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পাশাপাশি ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং কিছু পণ্য সামগ্রী নিয়ে আসাম রাজ্যে চলে গেলে ফারুক আলী সেখানকার একজন লোকের মাধ্যমে জানতে পারেন আসামের ওই দুই যুবক একটি ব্যাগের মধ্যে ফারুক আলির দুই লক্ষ টাকার আগর কাঠ নিয়ে গেছে। ফারুক আলী দাবি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য।