স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : পালাটানা কানকাটা চৌমুহনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি রাবার গোডাউনের। জানা যায়, বৃহস্পতিবার উদয়পুর মহকুমায় পালাটানা কানকাটা চৌমুহনী এলাকায় ঢাকমা ছড়া এলাকার বাসিন্দা উত্তম ভৌমিকের রাবার গোডাউনে আগুন দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় রাবার গোডাউনের মালিক উত্তম ভৌমিককে।
খবর দেওয়া হয় কাকড়াবন দমকল কর্মীদের। সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হওয়ায় খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের। সেখান থেকে আরেকটি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। দুটি ইঞ্জিনের দ্বারা দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে রাবার গোডাউনের মালিক উত্তম ভৌমিক জানান তার প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়েছে।