স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত এক যুবক। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ঠাকুরছড়া বাজার সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, ঠাকুরছড়া এলাকার বাসিন্দা অমল নন্দীর ছেলে ১৯ বছর বয়সী ছেলে সাগর নন্দী TR-08 E-8409 নাম্বারের বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়।
ঠাকুরছড়া বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এতে বাইকে আগুন লেগে যায়। ফলে আগুনে পুড়ে মৃত্যু হয় সাগর নন্দীর। পরবর্তী সময় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভায় এবং মৃত সাগর নন্দীর দেহ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এইদিকে দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দুর্ঘটনাগ্রস্থ মালবাহী ট্রাকটিকে বাইখোড়া থানায় নিয়ে যায়। সাগর নন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরছড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।