Monday, June 16, 2025
বাড়িরাজ্যরাজভবন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা

রাজভবন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : রাজভবন অভিযান সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য কমিটি সহ বামেদের অন্যান্য সংগঠনগুলি। ২৮ নভেম্বর রাজ্যপাল মারফত রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে কৃষক ও শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরা হবে। বুধবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ২০১৪ সালের পর কর্পোরেট মালিকদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। যার ফলে শ্রমিকদের ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘন্টা দৈনিক কাজ করতে হচ্ছে।

 কিন্তু তারপরও শ্রমিকদের মিলছে না ন্যায্যমজুরি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সরকারি কর্পোরেশন গুলিকে বিক্রি করে দিতে চাইছে সরকার। অপরদিকে কৃষকরা পর্যন্ত সঠিকভাবে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। তিনি সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন, ২০২১ সালে সম্মিলিতভাবে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল। সরকার আশ্বস্ত করেছিল বিষয়টি দেখবে। কিন্তু এখন পর্যন্ত সরকার কৃষকদের সমস্যা নিরসনের কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

তাই কৃষক ও শ্রমিক সংগঠনগুলি গত ২৪ আগস্ট সর্বভারতীয় ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির সাথে সংযুক্ত কিষান মোর্চা ২১ দফা দাবিতে কর্মসূচি হাতে নিয়েছে। এবং আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত লাগাতার ধরনা কর্মসূচি গ্রহণ করেছে। গোটা দেশে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং ধরনা কর্মসূচি পর প্রত্যেক রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে। রাজ্য এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংযুক্ত কৃষাণ মোর্চার সহ বামেদের অন্যান্য সংগঠনগুলি। কারণ এখনো রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রমিক কৃষকদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে। তাই সর্বভারতীয় কর্মসূচি অঙ্গ হিসেবে আগামী ২৬ নভেম্বর রাজ্যের প্রত্যেকটি জেলায় বিক্ষোভ সমাবেশ সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ২৮ নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রাজভবন অভিযান করা হবে। ইতিমধ্যে রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি উদ্দেশ্যে রাজ্যপাল মারফত এই চিঠি প্রদান করা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সিপিআইএমের পশ্চিম জেলা সম্পাদক রতন দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য