স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : প্রথম বারের মতো ত্রিপুরা রাজ্যে স্কুল স্পোর্টস বোর্ডের অধিন জাতীয় স্তরের অনুর্ধ ১৭ যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে ত্রিপুরা রাজ্যে জাতীয় স্তরের ফুটবল ও জিমন্যাস্টিক প্রতিযোগিতা হয়েছে। এই প্রথম ত্রিপুরা রাজ্যে যোগা প্রতিযোগিতা হতে যাচ্ছে।
ত্রিপুরা রাজ্যে প্রতিভাবান যোগা খেলোয়াড় রয়েছে। ইতিপূর্বে রাজ্যে বাইরে যে সকল যোগা প্রতিযোগিতা হয়েছে সেখানে রাজ্যের প্রতিযোগীরা ভালো সংখ্যক পদক অর্জন করেছে। তাই এই বছর জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা আয়োজনের জন্য ত্রিপুরা রাজ্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমগ্র দেশ থেকে প্রতিযোগীরা ইতিমধ্যে রাজ্যে আসতে শুরু করেছে। ২৩ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর এনআরসিসি-তে যোগা প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩৫১ জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছে। প্রতিযোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়। সাথে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পিকে চক্রবর্তী সহ অন্যান্যরা।