স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : আয় কমেছে ওয়াকফ বোর্ডের। এ বিষয়ে এ বিষয়ে বিস্তারিত জানা যায় বুধবার। প্রায় ১১ মাস রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন শাহ্ আলম।
তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকা কালীন সময় ওয়াকফ বোর্ডের কি পরিমাণ অর্থ আয় হয়েছে তার হিসাব তুলে ধরে সাংবাদিক সম্মেলন করলেন শাহ্ আলম। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ২০২১-২২ অর্থ বছরে ওয়াকফ বোর্ডের মোট আয় হয়েছিল ৮ লক্ষ ৩৭ হাজার ৮২৫ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে মোট আয় হয়েছে ১২ লক্ষ ৯৩ হাজার ২৩৫ টাকা এবং ২০২৩-২৪ অর্থ বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট আয় হয়েছে ৭ লক্ষ ৯০ হাজার ৩৬০ টাকা।