স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : ডুম্বুর জলাশয় থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে পুলিশ আটক করেছে দম্পতিকে। জানা যায়, ডুম্বুর জলাশয় থেকে উদ্ধার হয়েছিল দুটি মৃতদেহ। এবং তারা দুজন মা ও মেয়ে ছিল। জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে গৃহবধূর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তারপর দুদিন পর মেয়ের মৃতদেহ উদ্ধার করে জেলেরা।
এবং এই বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নামে। মৃতের পরিবারের কাছ থেকে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে পুলিশ। উঠে আসে সংকর জমাতিয়া নামে এক ব্যক্তির নাম। এবং তার সাথে জড়িত তার স্ত্রী। পুলিশ মঙ্গলবার দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। যথারীতি আদালতে তোলার পর পুলিশ রিমান্ডে আনা হয় দম্পতিকে। কিভাবে ঘটনা সংগঠিত করেছে তা তদন্তকার্য চলছে বলে জানান গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক। ইতিমধ্যে গন্ডাছড়া থানায় চলছে জিজ্ঞাসাবাদ।