স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : ২০২৪ -এ লোকসভা নির্বাচন এককভাবে লড়াই করতে নিজের পায়ের উপর এবং কোমরের শক্তির উপর ভরসা করে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। কারণ ২০২৩ বিধানসভা নির্বাচনে বন্ধু ও শত্রু কারা পরিষ্কার হয়ে গেছে। বুধবার প্রয়াত সিপিআইএম নেতা বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী ও নেতৃত্বদের উদ্দেশ্যে এই কথা বলেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি নেতৃত্বদের উদ্দেশ্যে বলেন নিজ নিজ এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করতে হবে।
প্রয়োজনে ঢিল খেতে হবে, উল্টোপাল্টা সমালোচনাতে পড়তে হবে। কিন্তু এর জন্য সরে গেলে চলবে না। কারণ পরিস্থিতির মধ্যে পরিবর্তন এসেছে। যার কারণে ২০১৮ নির্বাচনে বিজেপির ভোট এসে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। কিন্তু তার মধ্যে রয়েছে বহু জবরদস্তি ভোট। বহু ভোটারকে বিজেপির কর্মীরা ভোটকেন্দ্রে যেতে দেয়নি। তাদের ভোট দিয়ে মোট ভোটের হার হয়েছে ৩৯ শতাংশ। সুতরাং বলা যায় যদি ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা না দিত তাহলে বিজেপি মাত্র ৩০ শতাংশ ভোট পেত। মানিক সরকার আরো বলেন, দেশে বর্তমানে একটি জটিল পরিস্থিতি চলছে। স্লোগান উঠেছে বিজেপির শাসনে দেশে দুঃশাসন চলছে। আরএসএস নিয়ন্ত্রিত এ সরকার বড় পুঁজিপতি ও মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে দহরম করে চলার চেষ্টা করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। ধর্মনিরপেক্ষতার আদর্শের উপর আঘাত নামিয়ে আনছে। তাই বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। সামনের লড়াইয়ের জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ত্রিপুরা লোকসভা নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে বলে জানান তিনি। আয়োজিত স্মরণ সভায় উপস্থিত সিপিআইএম নেতা মানিক দে এবং প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে লড়াই করা শপথ নেন।