Saturday, December 9, 2023
বাড়িরাজ্যদিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো পূর্ব মহিলা থানার ঢিল ছুড়া দূরত্বে। ঘটনায় বিবরণে জানা যায়, চোরের দল বাড়ির দেওয়াল টপকে ধলেশ্বর ক্ষুদিরাম বসু রোড এলাকার এক বাড়িতে প্রবেশ করে সমীর মালাকারের ভাড়াটিয়া ঘরে চুরির ঘটনা সংঘটিত করে। নিয়ে যায় স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী।

 পরবর্তী সময় দুপুর সাড়ে তিনটা নাগাদ বাড়িতে ফিরে সমীর মালাকার চুরির ঘটনা প্রত্যক্ষ করে পূর্ব থানায় খবর দেয়। কিন্তু দীর্ঘক্ষন লেগে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে। এতে করে সমীর মালাকারের পরিবার পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তুষ্ট প্রকাশ করেন। যেখানে পায়ে হেঁটে পুলিশের ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কথা সেখানে দীর্ঘক্ষণ পরেও পৌঁছাতে পারলো না পুলিশ।

 তাহলে মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়ে পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে আঙ্গুল উঠেছে এদিন। সমীর মালাকার চুরির ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করবে বলে জানান। চোরের দল ঘরের পেছনে দরজা ভেঙে প্রবেশ করেছে। এলাকাবাসী পরবর্তী সময় বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে এলাকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য