স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল রাজনগর পি.আর বাড়ি থানার পুলিশ। দুই ঘণ্টা অভিযান চালিয়ে ধ্বংস করলো বিপুল পরিমাণ গাঁজা গাছের চারা। সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অভিযান। সকাল সাতটা পর্যন্ত চলে এই গাঁজা বিরোধী অভিযান।
এইদিনের অভিযানে ছয় থেকে সাড়ে ছয় হাজার গাঁজা গাছের চারা কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পি.আর বাড়ি থানাধীন ঘোষ খামার লেইকপাড়া এলাকায় এই গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। পি.আর বাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে পুলিশ, বিএসএফ ৬৯ নং বাহিনীর জওয়ান, রাজনগর বন দপ্তরের কর্মীরা যৌথ ভাবে এই অভিযান চালায়। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান পি.আর বাড়ি থানার ওসি রতন রবি দাস।