স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : মিধিলি -র প্রভাবে রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৩ হাজার কৃষক এবং আনুমানিক ২০ হাজার হেক্টর জমি। এমনটাই দাবি করে কৃষি ভবনে গিয়ে কৃষকদের সহযোগিতার জন্য ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। দপ্তরে অধিকর্তা এস দাসের হাতে দাবি সনদ তুলে দেন প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।
তিনি বলেন, গত ১৬ এবং ১৭ নভেম্বর মিধিলি -র প্রভাবে রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৩ হাজার কৃষক এবং আনুমানিক ২০ হাজার হেক্টর জমি। দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে দাবি করা হয়েছে দ্রুত ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ, সার সহ সমস্ত ধরনের সহযোগিতা করার। যাতে কৃষকরা দ্রুত পুনরায় ফসল উৎপন্ন করতে পারে। কারণ কৃষকদের অবস্থা অত্যন্ত অসহায় জনক। সরকারের পক্ষ থেকে সহযোগিতা সঠিক সময়মতো না পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রতন দাস ও অনিমেষ মিত্র।