স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : সামাজিক ভাতা নিয়মিত প্রদান করা, রেগা এবং টুয়েপের দৈনিক কাজ ২০০ দিন করা এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করা সহ বিভিন্ন দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে গত ১৮ নভেম্বর থেকে বিভিন্ন ব্লক অফিসে ডেপুটেশন প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। চলতি মাস ব্যাপী সরকারের উদ্দেশ্যে চলবে ডেপুটেশন। সোমবার দুপুরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মহকুমা কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয় ডুকলি ব্লকের বিডিও -র কাছে।
উপস্থিত সংগঠনের নারী নেত্রী রমা দাস সরকারের সমালোচনা করে বিভিন্ন সমস্যা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে বলেন, রেগা কাজ নিয়ে রাজ্যে কোটি টাকা দুর্নীতি হয়েছে। আর এদিকে নিয়মিত মজুরি মিলছে না শ্রমিকদের। শ্রমিকরা বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভে সামিল হচ্ছে। অপরদিকে দিন দিন শহরে এলাকায় টুয়েপের কাজ কমে যাচ্ছে। রেগার শ্রমিকদের পরিবর্তে এন.জি.ও দিয়ে সরকার কাজ করাচ্ছে। পূবর্তন সরকারের মতো প্রকৃত রেখা শ্রমিকদের দিয়ে কাজ করানোর দাবি তুলেছেন। পাশাপাশি তিনি আরো বলেন, এস এইচ জি নিয়ে রাজনীতি বন্ধ করা এবং এস এইচ জি -র টাকায় ভাগ বসানো মন্ডল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা আরতি নমঃ এবং প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা।