স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না জিবি হাসপাতালের সাফাই কর্মীরা। হাসপাতালে এবং কলেজের হোস্টেলে মোট ৩২ জন সাফাই কর্মী কর্মরত রয়েছেন। তারা সহদেব মজুমদার নামে একটি ঠিকাদারি অধীনে রয়েছে। সহদেব মজুমদার দীর্ঘ দিন ধরে সরকারি বিল না পাওয়ায় কর্মীদের বেতন দিতে পারছে না। কর্মীরা এ বিষয় নিয়ে হাসপাতালে এম এস এবং হোস্টেলের আধিকারিকের সাথে দেখা করে কথা বলেছেন।
কিন্তু দূর্গা পূজার আগে থেকেই শুধুমাত্র আশ্বাস মিলছে তাদের। সোমবার তাদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে দীর্ঘ পাঁচ মাসের ২৫ হাজার টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এদিনও শুধু আশ্বাস পেয়েছেন। ফলে তারা বিক্ষোভের সামিল হয়। তারা জানান যদি অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা কর্মবিরতি করে আন্দোলন জারি রাখবে। সুমতি সরকার সহ কয়েকজন সাফাই কর্মী জানান, আগেও এভাবে ১৪ মাসে বেতন আটকে ছিল তাদের। এবার পাঁচ মাস ধরে বেতন আটকে থাকায় তারা আন্দোলনে সামিল হয়েছে। কারণ তাদের বকেয়া টাকার জন্য ঋণ পরে সংসার পরিচালনা করতে হচ্ছে। তাই দ্রুত বকেয়া পরিশোধ করার জন্য দাবি জানান তারা।