স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : কাকড়াবনে বিষ খেয়ে আত্মহত্যা পথ বেছে নিল দশম শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম তৃষ্ণা নমঃ। মৃত-ছাত্রীর পিতা জনাধন নমঃ জানান, রবিবার তৃষ্ণা বিষ কিনে এনে আত্মহত্যা পথ বেছে নেয়। পরবর্তী সময় পরিবারের লোকজনদের নজরে আসলে তারা বিষয়টি টের পেয়ে নিয়ে যায় কাকড়াবন হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন টেপানিয়া হাসপাতালে।
টেপানিয়া হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে আনার সময় মাঝপথে মৃত্যু হয় তৃষ্ণার। পরিবারের ধারণা এলাকার অভিজিৎ সরকার নামে এক যুবকের সাথে ভালোবাসা সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে বহুবার তৃষ্ণাকে বোঝানো হয়েছিল যে তার বয়স ১৪ বছর, এখন তাকে বিয়ে দেওয়া হবে না। হয়তো তার জন্যই মৃত্যু পথ বেছে নিয়েছে অবুঝ তৃষ্ণা। জিবি হাসপাতালে সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে তুলে দেয়। কান্নায় ভেঙে পড়ে কন্যা হারা পিতা।