স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : সোমবার যাত্রীবাহী এক ই-রিক্সা রাস্তার পাশে পুকুরে পড়ে আহত পাঁচজন। ঘটনা কৈলাসহর মহকুমার ধলিয়াকান্দি এলাকায়। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা সঙ্কট জনক। আহতরা বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুকুরের জল থেকে যাত্রী সহ ই-রিক্সা উদ্ধার করে স্থানীয়রা। জানা যায়, সোমবার গৌরনগর ব্লকের ধলিয়া কান্দী গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের পূর্ব ধলিয়াকান্দি এলাকা থেকে TR 02 ER 1277 নম্বরের ই-রিক্সা করে চালক সহ চার যাত্রী শহরের উদ্দেশ্যে আসছিল। তখনই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় ই-রিক্সাটি। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করায় বড় ধরনের কোন অঘটন ঘটেনি। পরবর্তী সময়ে সকলের সম্মিলিত চেষ্টায় জল থেকে রিক্সা চালক ও আহতদের উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত ই রিক্সাটিও। বর্তমানে রিক্সা চালক ও দশ বছরের একটি শিশু ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।