Monday, December 4, 2023
বাড়িরাজ্যযাত্রীবাহী ই-রিক্সা রাস্তার পাশে পুকুরে পড়ে আহত ৫

যাত্রীবাহী ই-রিক্সা রাস্তার পাশে পুকুরে পড়ে আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : সোমবার যাত্রীবাহী এক ই-রিক্সা রাস্তার পাশে পুকুরে পড়ে আহত পাঁচজন। ঘটনা কৈলাসহর মহকুমার ধলিয়াকান্দি এলাকায়। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা‌ সঙ্কট জনক। আহতরা বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুকুরের জল থেকে যাত্রী সহ ই-রিক্সা উদ্ধার করে স্থানীয়রা। জানা যায়, সোমবার গৌরনগর ব্লকের ধলিয়া কান্দী গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের পূর্ব ধলিয়াকান্দি এলাকা থেকে TR 02 ER 1277 নম্বরের ই-রিক্সা করে চালক সহ চার যাত্রী শহরের উদ্দেশ্যে আসছিল। তখনই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় ই-রিক্সাটি। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করায় বড় ধরনের কোন অঘটন ঘটেনি। পরবর্তী সময়ে সকলের সম্মিলিত চেষ্টায় জল থেকে রিক্সা চালক ও আহতদের উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত ই রিক্সাটিও। বর্তমানে রিক্সা চালক ও দশ বছরের একটি শিশু ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য