Saturday, December 9, 2023
বাড়িরাজ্যমোবাইল নিয়ে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

মোবাইল নিয়ে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : বাবার সাথে মোবাইল নিয়ে অভিমান করে আগাছা মারার ঔষধ খেল অষ্টম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনা কদমতলা কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড এলাকায়। পিতা তাজউদ্দীন পেশায় দিনমজুর।

 ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দিন শেষে তাজউদ্দিন বাড়িতে গেলে তার কন্যা শামীমা বেগম তার বাবার কাছে মোবাইল দিতে বলে। কিন্তু বাবা তৎক্ষণাৎ মোবাইল না দেওয়ায় শামীমা অভিমান করে ঘরের মধ্যে থাকা খেতের জন্য আনা আগাছা মারার ঔষধ খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে সে সংজ্ঞা হারিয়ে ফেলে ছটফট করতে থাকে। পরিবারের লোকজনেরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রাত সাড়ে নয়টায় নিয়ে আসা হয়। সেখানে তাকে চিকিৎসকরা ওয়াশ করায় এবং স্যালাইন লাগিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে চিকিৎসাধীন ছাত্রীটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য