স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : বাবার সাথে মোবাইল নিয়ে অভিমান করে আগাছা মারার ঔষধ খেল অষ্টম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনা কদমতলা কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড এলাকায়। পিতা তাজউদ্দীন পেশায় দিনমজুর।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দিন শেষে তাজউদ্দিন বাড়িতে গেলে তার কন্যা শামীমা বেগম তার বাবার কাছে মোবাইল দিতে বলে। কিন্তু বাবা তৎক্ষণাৎ মোবাইল না দেওয়ায় শামীমা অভিমান করে ঘরের মধ্যে থাকা খেতের জন্য আনা আগাছা মারার ঔষধ খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে সে সংজ্ঞা হারিয়ে ফেলে ছটফট করতে থাকে। পরিবারের লোকজনেরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রাত সাড়ে নয়টায় নিয়ে আসা হয়। সেখানে তাকে চিকিৎসকরা ওয়াশ করায় এবং স্যালাইন লাগিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে চিকিৎসাধীন ছাত্রীটি।