স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া কড়ইলং শিশুবিহার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট বৈরাগী ডেফা এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা তেলিয়ামুড়ার ঠিকেদার শুভম সরকারের সঙ্গে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ করতে যায়।
অন্যান্য দিনের মতো রবিবারও প্রদীপ দেববর্মা নামের ওই শ্রমিক বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে আসে কড়ইলং শিশু বিহার এলাকায়। তখন কাজ করতে গিয়ে আচমকাই প্রদীপ দেববর্মা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য শ্রমিকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে। প্রদীপের মাথায় এবং কানে গুরুতর আঘাত পেয়েছে। তবে সুরক্ষা সামগ্রী না থাকার কারণে এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। আঙ্গুল তোলা হয়েছে ঠিকাদার এবং শ্রম দপ্তরের দিকে। পেটের দায়ে প্রতিদিন বহু শ্রমিক এভাবে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে। ঠিকাদাররা তাদের কোনরকম সুরক্ষা সামগ্রী দেয় না। এদিকে কোনরকম অভিযান নিয়ে শ্রম দপ্তরের কর্মীদের। বহুবার খবরের শীর্ষস্থান দখল করে শ্রম দপ্তরের কুম্ভ নিদ্রার অভিযোগ উঠলেও দপ্তরের অভিভাবক পর্যন্ত কুম্ভ নিদ্রায় মগ্ন হয়ে আছে।