স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : বহু চর্চিত জে.আর.বি.টি পরিচালিত গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩০ জনকে কৃষি দপ্তরে এবং ১০ জনকে নির্বাচন দপ্তরে অফার বিলি করা হয় শনিবার। এট অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার বিলি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও নির্বাচন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, নির্বাচন দপ্তরের এডিশনাল সিইও ঊষাজেন মগ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা।
মন্ত্রী রতন রতন লাল নাথ বক্তব্য রেখে বলেন, রাজ্য সরকার জে আর বি টি -র দ্বারা স্বচ্ছ ভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে চাকরি প্রদান করেছে। আজকে অফার বিলি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অফার গ্রহণ করে জমা দেওয়ার জন্য বলেন মন্ত্রী। তিনি বলেন দপ্তর চালাতে সকলে অফার গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই অফার জমা দিয়ে চাকরিতে যোগদান করবেন। চাকরিপ্রাপ্তদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন যারা চাকরিতে যোগদান করবে তারা যখন যে দায়িত্ব পাবে সে দায়িত্ব সঠিকভাবে পালন করবে। বিশেষ করে দপ্তরকে নিজের বাড়ি বলে মনে করতে হবে। এবং দপ্তরের কর্মীদের নিজের পরিবারের সদস্য মনে করতে হবে। তিনি আরো বলেন গ্রাম, গরিব, কৃষকের উপর সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এবং এর দায়িত্বে যেসব দপ্তর গুলি রয়েছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। অপরদিকে যারা রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছে তাদের মনে রাখতে হবে তারা মানুষের অধিকার রক্ষার দায়িত্ব পেয়েছে। এবং তাদের বড় দায়িত্ব রয়েছে। কারণ তাদের উপর নির্ভর করে সরকার পছন্দের বিষয়। কারণ তারা সঠিক দায়িত্ব পালন করলেই মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করতে পারবে। তাই এ বিষয়গুলোর উপর নজর দিতে হবে চাকরি পাওয়া যুবক যুবতীদের বলে জানান মন্ত্রী।