স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : শুক্রবার সন্ধ্যা থেকে মিধিলি নামক ঝড় দাপট দেখাতে শুরু করেছে সারা রাজ্যে। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। বিদ্যুৎ পরিবাহী তারের উপর বাঁশ, গাছ ইত্যাদি ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রান্সফরমারও।
বিকল হয়ে পড়ে বহু ট্রান্সফরমার। এমনকি ভেঙ্গে পড়েছে বিদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ নিগমের প্রকৌশলী, কর্মী, আধিকারিকরা বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে রাতের বেলায় বিভিন্ন এলাকায় গিয়ে কাজ শুরু করেছে। কিন্তু বিভিন্ন স্থানে এর পরেও ও বিদ্যুৎ পরিষেবা চালু করতে পারে নি বলে জানান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। শনিবারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে বিশেষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হাত লাগাতে পারবে বলে মনে হচ্ছে নিগম কর্তৃপক্ষ। খবর পর্যন্ত আগরতলা শহরের অধিকাংশ এলাকা অন্ধকারময়।