স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : পূজা শেষ হলেও ঘুম ভাঙেনি প্রশাসনের। রাস্তা সংস্কারের জন্য অফিসে গিয়ে আধিকারিকদের বলা হলেও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই। রাস্তার বেহাল দশায় মানুষ ঘরবন্দির মত অবস্থা। শেষ পর্যন্ত সড়ক অবরোধ করতেই মহিলাদের কাছ থেকে পালিয়ে রক্ষা পান গ্রাম প্রধান। ঘটনা শনিবার সাত সকালে। এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়।
এদিন তারা অতিষ্ঠ হয়ে উদয়পুর – কাকড়াবন সড়কের উপর পালটানা ও.টি.পি.সি সংলগ্ন এলাকা পথ অবরোধ করেন। ঘটনার বিবরনে জানা যায়, জামজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বৈষ্ণবীচর চার নং ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘ পাঁচ বছর যাবত স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি এমনকি শাসক দলীয় নেতৃত্বদের জানালেও কোন সূরাহ হয়নি। অবশেষে গতকাল ভারী বর্ষণের পর বর্তমান সময়ে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসী শনিবার সকালে কাকড়াবন উদয়পুর সড়ক অবরোধ করে। গ্রামবাসীদের সড়ক অবরোধের ফলে এলাকার গ্রাম প্রধান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত চলে রাস্তা অবরোধ।