স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : গুলিবিদ্ধ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যবসায়ী। ঘটনা টাকারজলা বাজার সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির নাম রাজীব দেববর্মা (৩৮)। ঘটনার বিবরণে জানা যায়, রাজীব দেববর্মা বৃহস্পতিবার দোকানে ব্যবসা করার সময় তাকে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা।
পরবর্তী সময় স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় টাকারজলা হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী। তার হাত থেকে গুলি এখনো বের করা হয়নি। রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে টাকারজলায়।