Friday, January 24, 2025
বাড়িরাজ্যলোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে শাসক দল

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে শাসক দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলই যুবকদের ভরসা হারিয়েছে। মিছিল, মিটিং এবং সভা গুলি থেকে নিজেদের আলাদা করে নিয়েছে সিংহভাগ যুবক। কারণ তারা ভালো করেই বুঝে গেছে বাইক বাহিনীর ভবিষ্যৎ নেই। তাই এবার রাজনীতি ভুলে কর্মসংস্থানের সন্ধানে হন্য হয়ে ঘুরছে। যার ফলে শাসক বিরোধী কেউই বিধানসভা নির্বাচনের পর গত ৯ মাসে রাজনৈতিক সভা সমাবেশ করতে পারি না।

 কিন্তু আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। শাসক বিরোধী সব রাজনৈতিক দল ইতিমধ্যে যুবকদের নিয়ে মাঠে নামতে চাইছে। এবং কেন্দ্রীয় নেতৃত্বদের কাছ থেকেও রয়েছে চাপ। যে রাজনৈতিক দলের যুবকরা পিছিয়ে রয়েছে তারাই আতঙ্কে রয়েছে। বর্তমানে শাসক বিরোধী সকলের অবস্থায় যুবক ছাড়া অসহায়। তাই উৎসবের মরশুম শেষ হতেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে শাসক দল বিজেপি।

 ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শুক্রবার রাজ্য কমিটির কার্যকারিণী বৈঠক ও মন্ডল স্বশক্তিকরণ অভিযান কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর এক বেসরকারি হোটেলে কার্যকারিণী বৈঠক ও কর্মশালার উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় মিডিয়া ইনচার্জ আইনজীবী অমরদ্বীপ সিং, যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদল বণিক সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ২০২৪ সালের লোকসভা নির্বাচন সবচেয়ে বড় মিশন। এই লোকসভা নির্বাচনের পর আরো একবার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বিজেপি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের সকল অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাই বুথ স্বশক্তিকরণ করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। সকল বুথে দলের কার্যকরতাদের জাগ্রত করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য