Saturday, March 15, 2025
বাড়িরাজ্যভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে

ভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময়ে রাজ্যে মোট ভোটার ছিল ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। নির্বাচনের পর থেকে ১ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক প্রক্রিয়ায় মোট ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ২৬ হাজার ৪৬ জন। ১২ হাজার ৫৬৮ জন ভোটার নতুন করে যুক্ত হয়েছেন। ১ নভেম্বর থেকে ভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু হয়েছে। এই পর্যালোচনার কাজ চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত। ১ নভেম্বর প্রকাশিত হয়েছে খসড়া তালিকা।

 ২৮ লক্ষ ২৬ হাজার ৪৬ জন ভোটার রয়েছেন এই খসড়া তালিকায়। এই খসড়া তালিকার ওপরে দাবি আপত্তি শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দাবি, আপত্তি এবং সংশোধনের আবেদন পত্রে ২৮ হাজার ৭৭১ টি নাম জমা পড়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন রাজ্য নির্বাচন দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী রতন লাল নাথ। ২০২৪ সালের পয়লা জানুয়ারি যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার জন্য ৬ নম্বর আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার জন্য সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আবেদন করেন মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য