Saturday, March 15, 2025
বাড়িরাজ্যস্বাস্থ্য কেন্দ্রে ঘুঘুর বাসা, কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক

স্বাস্থ্য কেন্দ্রে ঘুঘুর বাসা, কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : রাজধানীর কলেজ টিলা স্থিত উপস্বাস্থ্য কেন্দ্র হয়ে গেল সবজি বিক্রেতাদের রাত কাটানোর জায়গা। কথাটি শুনতে বড় অবাস্তব মনে হলেও এটাই দেখা গেল বিকশিত ভারত সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ রাজ্যে। এবং স্বাস্থ্যকর্মী নিজ হাতেই স্বাস্থ্য কেন্দ্রের চাবি তুলে দিলেন সবজি বিক্রেতাদের হাতে। আগামী দিন স্বাস্থ্য কেন্দ্রটি যে এলাকায় থাকবে সেটারও নিশ্চয়তা নেই এলাকাবাসীর কাছে। জানা গেছে কলেজটিলা উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে রাতে বেশ কয়েকজন লোক শাক-সবজি নিয়ে রাত্রিবেলা ঘুমায়।

 গত কয়েকদিন ধরে স্থানীয়রা যখন বিষয়টি প্রত্যক্ষ করেন তখন তাদের মধ্যে প্রশ্ন জাগে কিভাবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভিতর সবজি নিয়ে রাত কাটাচ্ছে অপরিচিত কিছু ব্যক্তি? এরই মধ্যে মঙ্গলবার রাতে স্বাস্থ্যকেন্দ্রে তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। তখন তৎপর হয়ে উঠে স্থানীয় ক্লাবের সদস্যরা। তখন ছুটে আসে ক্লাবের সদস্যরা। এবং প্রশ্ন উঠে কিভাবে তারা চাবি পেল? এ বিষয় নিয়ে যখন রীতিমতো আলোচনা শুরু হয় তখন জানতে পারে উপস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মী যার কাছে স্বাস্থ্য কেন্দ্রের চাবি থাকে, তিনি নাকি তাদেরকে চাবি দিয়ে দিয়েছেন। জতিন্দ্র চাকমা নামে এক সবজি বিক্রেতা জানান, তারা পেচারথল থেকে এসেছে। এলাকায় তারা সবজি বিক্রি করে।

 এই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রতন নামে এক স্বাস্থ্য কর্মী তাদের হাতে বেআইনিভাবে চাবি তুলে দিয়েছে বলে জানান। প্রশ্ন হল একজন স্বাস্থ্যকর্মী কিভাবে সবজি বিক্রেতাদের হাতে স্বাস্থ্য কেন্দ্রের চাবি তুলে দিলেন ? যদি স্বাস্থ্য কেন্দ্রে কোন ধরনের বেআইনি কার্যকলাপ সংঘটিত হয় তাহলে এর দায়ভার খেয়ে নেবে ? আরো প্রশ্ন হলো যে স্বাস্থ্যকর্মী সবজি বিক্রেতাদের হাতে এভাবে চাবি তুলে দিয়েছেন তিনি কার অনুমতি নিয়ে এই বেআইনি কাজ করেছেন ? এক প্রকার ভাবে স্বাস্থ্য কেন্দ্রে ঘুঘুর বাসা বলা চলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য