Sunday, January 26, 2025
বাড়িরাজ্যরাজ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা করবেন মু্খ্যমন্ত্রী : সুশান্ত

রাজ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা করবেন মু্খ্যমন্ত্রী : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : লোকসভা নির্বাচনের আগে জনজাতিদের জন্য কল্পতরু ডাবল ইঞ্জিন সরকার। বুধবার তথা ১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মদিন। ভগবান বিশ্ব মুন্ডার জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাড়খন্ড থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা করবেন। এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করার।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্প থেকে যারা বঞ্চিত রয়েছেন তাদের জন্য তিন মাস ব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা হতে চলেছে আগামী বুধবার। রাজ্য এই কর্মসূচি সূচনা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সকাল সাড়ে দশটায়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে এই কর্মসূচির সূচনা করবেন। প্রতি ঘরে সুশাসন কর্মসূচি বিগত বছর থেকে শুরু হয়েছে। সকলে কাছ থেকে এই কর্মসূচিতে যেভাবে ছাড়া পাওয়া গেছে, একইভাবে বিকশিত সংকল্প ভারত যাত্রায় সাড়া মিলবে বলে অভিমত ব্যক্ত করে মন্ত্রী সুশান্ত চৌধুরী। এতে ব্যাপক সাড়া পড়েছে। মন্ত্রী জানান বিকশিত ভারত সংকল্প যাত্রা সফল করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ৭ জন আই এ এস, আএফ এস অফিসারকে রাজ্যে প্রভারি করে পাঠানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে মন্ত্রী, সচিবদের বিভিন্ন জেলায় পাঠানো হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, ত্রিপুরা রাজ্য ছোট হলেও সুশাসনের দিক থেকে সাড়া দেশকে দিশা দেখাচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সাফল্য মণ্ডিত করার জন্য রাজ্য স্তরে কমিটি গঠন করা হয়েছে মুখ্য সচিবকে চেয়ারম্যান করে। জেলা স্তরে কমিটির চেয়ারম্যান করা হয়েছে জেলা শাসকদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য