স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : লাগাতার শহরে যান দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমের শিরোনামে প্রকাশ হওয়ার পর অভিযানে নামল ট্রাফিক দপ্তর। কারণ এক বিশৃংখল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে স্মার্ট সিটির ট্রাফিক ব্যবস্থাপনা। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের জ্যাকেট পরিধান করে টি এস আর জওয়ানরা দায়িত্ব পালনের জন্য নিয়োজিত থাকলো নিট ফল শূন্য।
পার্কিং কিংবা নো পার্কিং কিছুই মানা হচ্ছে না শহরে। যত্রতত্র ভাবে দাঁড়িয়ে থাকছে ভিআইপি বাবুদের গাড়ি এবং বাইক, স্কুটি। ট্রাফিক আইন সঠিকভাবে না মানার কারণে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে শহরবাসীর কাছে চলাফেরা করা অসাধ্যকর হয়ে পড়ছে। এবং নিয়মিত অভিযান না চালানোর কারণে এক প্রকার ভাবে ভুলে যায় শহরের ট্রাফিক বিধি লংঘনকারী একাংশ ব্যবসায়ী।
আর তাদের কারণে শহরের যানজট চরম আকার ধারণ করে। দুর্ভোগ পোহাতে হয় সিংহভাগ পথচারীকে। আর বিষয়টি নিয়ে লাগাতার যখন খবর প্রকাশ হয় তখনই অভিযানে নামে উদাসীন ট্রাফিক দপ্তর। বুধবার জিবি বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে জিবি বাজার এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এইদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জিবি বাজার গোল চক্কর থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত অভিযান চালানো হয়। জিবি বাজার গোল চক্কর এলাকায় প্রায় সময় দেখা যায় যান বাহন পারকিং করে রাখা হয়। এতে করে সেখানে যানজট সৃষ্টি হয়। তাইএইদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জিবি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এক ট্রাফিক ডিএসপি জানান, জিবি বাজার গোল চক্কর এলাকাটি নোপারকিং জোন। তারপরও দেখা যায় সেখানে যান বাহন পার্কিং করে রাখা হয়। পাশাপাশি জিবি বাজার এলাকার দোকানদাররা নিজ নিজ দোকানের সামনে বাইক পার্কিং করে রাখে। ফলে ক্রেতারাও দোকানের সামনে বাইক পারকিং করে রাখে। এতে করে সমস্যায় পড়তে হয় সাধারন মানুষকে। এইদিন জিবি বাজার এলাকার দোকানদার থেকে সাধারন মানুষ সকলকে সচেতন করা হয়েছে। যাতে করে তারা নো-পার্কিং জোনে যানবাহন পারকিং না করে। এবং নির্দিষ্ট পারকিং জোনে যানবাহন পারকিং করে। এই ধরনের অভিযান ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে জারি রাখা হবে বলেও জানান তিনি। শুধু তাই নয় আগরতলা পুর নিগমের উদাসীনতায় জিবি বাজার এলাকায় রাস্তার পাশে বেআইনিভাবে রাস্তা দখল করে পসরা সাজিয়ে বসে আছে বহু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে অভিযান চালানোর আওয়াজ উঠেছে বুধবার।