স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : গত ১৬ জুন রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৈলাসহরের বাবুরবাজারের ২২ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেইসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ক্ষয় ক্ষতির পরিমান লিখিত আকারে মহকুমা শাসকের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। সেই মোতাবেক ব্যবসায়ীরা মহকুমা শাসকের কাছে ক্ষতিপূরণের আবেদন জানান।
জেলাশাসককে বিপর্যয় মোকাবিলা ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছিলো। সেই মোতাবেক ক্ষতিগ্রস্ত ২২ জন ব্যবসায়ির জন্য ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৫০ টাকা বরাদ্দ করেন। মঙ্গলবার মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে বাবুর বাজার তহশীল প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ প্রথম পর্যায়ে তের লক্ষ ২৬ হাজার ৯৫০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা।