Friday, March 21, 2025
বাড়িরাজ্যদমকল কর্মীদের কর্তব্যের গাফিলতিতে চারকানি ধানের গাদা ধ্বংস

দমকল কর্মীদের কর্তব্যের গাফিলতিতে চারকানি ধানের গাদা ধ্বংস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : মনুবাজার দমকল কর্মীদের কর্তব্যের চরম গাফিলতির কারনে আগুনে পুড়ে ছাই চারকানি ধানের গাদা। ঘটনা সোমবার রাতে মনুবাজার থানাধীন সাতচান্দ ব্লক সংলগ্ন সাতচান্দ পঞ্চায়েত এলাকায়। এতে চরম আর্থিক ক্ষতি হয় দুই বর্গা চাষির। ক্ষতিগ্রস্থ বর্গা চাষিরা হলেন পরিতোষ রুদ্র পাল ও সঞ্জু দে। উভয়ের বাড়ি সাতচান্দ পঞ্চায়েত এলাকায়। এঘটনায় বর্তমানে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছে গোটা এলাকায়।

জানা যায়, সাতচান্দ ব্লক সংলগ্ন সাব্রুম – আগরতলা জাতীয় সড়কের পাশে ফসলের জমিতে দুই বর্গাচাষি মোট চার কানি জমির কাটা ধান মজুত করে। এর মধ্যে সোমবার রাত আনুমানিক ১২ টা নাগাদ পথ চলতি মানুষ ধানের গাদাতে আগুন জ্বলতে দেখে মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এদিকে সেদিকে জল দিয়ে চলে আসে। আগুন পুরোপুরি  নিভলো কিনা তাও দেখলো না মনুবাজার  অগ্নি নির্বাপক দপ্তরের  কর্তব্যরত কর্মীরা। এমনকি ধানের মালিকদের খবর দেওয়ার প্রয়োজনবোধটুকুও করলো না তারা। কোন ভাবে দ্বায়িত্ব সেরে চলে আসায় ধানের গাদায় নিভলো না আগুন। ফলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সামান্য ভুলের কারনে একেবারে  পথে বসে গেল দুই বর্গাচাষি। মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে পথচলতি মানুষ দেখতে পায় ধানের গাদায় আবার আগুন জ্বলছে।

কিন্তু দুর্ভাগ্য তখনও এতবড় ক্ষতির খবর পায়নি দুই বর্গাচাষি। পরে যখন খবর পায় ততক্ষণে সব শেষ। যদিও মঙ্গলবার সকালে আবার পুনরায় আগুন নিভাতে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ফলে এঘটনায় মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে কর্তব্যের চরম গাফিলতির অভিযোগ উঠলো। এবিষয়ে দুই বর্গাচাষির অভিযোগ নাশকতার আগুনেই পুড়লো তাদের ধানের গাদা। তারা দোষীদের খুজে বের করে  দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন। মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি একটু কর্তব্য পরায়ন হতো, তাহলে হয়তো বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতো এই দুই বর্গাচাষির ধান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য