Saturday, July 27, 2024
বাড়িরাজ্যত্রাণ সাহায্য করা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকা

ত্রাণ সাহায্য করা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : বিপর্যয় মোকাবিলার বিষয়টি পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। গত ৫ বছরে পশ্চিম জেলা বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে লোকজনকে ত্রাণ সাহায্য করা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকা। এতে ক্ষতিগ্রস্তরা উপকৃত হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।

জেলা কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে। জেলা শাসক জানান, করোনা অতিমারির সময়ে জেলার তরফে ব্যয় হয়েছে ৭ কোটি ৭২ লাখ টাকা। জেলা শাসক এদিন লোকজনের উদ্দেশ্যে আহ্বান জানান ঘর তৈরির ক্ষেত্রে যাতে নিয়ম মেনে মজবুত ভাবে তৈরি করেন। উঁচু জায়গায় ঘর তৈরি যাতে করেন। পাশাপাশি কোন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের সময়ে সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হবে তা যাতে নজরে রাখেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য