Sunday, September 8, 2024
বাড়িরাজ্যইচ্ছে থাকলে সব কিছু সম্ভব : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর।হিংসাদীর্ণ মণিপুরে থেকে থেকেই জ্বলে উঠছে সংঘাতের আগুন। ঝরছে রক্ত। যার নেপথ্যে কুকি-মেতেই গোষ্ঠী সংঘর্ষ। বহু মানুষ অনাহারে ভুগছে। রাজ্যের একটি সামাজিক সংস্থা মনিপুর থেকে ত্রান সামগ্রীর জন্য চিঠি পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে সিআরপিএফের গাড়ি দিয়ে ত্রান সামগ্রী পাঠানো হয়।

তারপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, ইচ্ছে থাকলে যে সব কিছু সম্ভব সেটা করে দেখিয়েছেন সামাজিক সংস্থার সদস্যরা। তারা বিগত দিনেও আসামে বন্যার সময় সহযোগিতার হাত বাড়িয়ে জানান দিয়েছিল আসামের পাশে ত্রিপুরা রয়েছে। মনিপুরের পাশে ত্রিপুরা রয়েছে সেটাও এবার জানান দিয়েছে উদ্যোক্তারা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো বলেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সব সময় বলেন সাফ নিয়ত স্মৃতির বিকাশ, আর এটা তিনি অক্ষরে অক্ষরে পালন করে দেখাচ্ছেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য