স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় বাইক দূর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পলাশ দাস। বাড়ি শান্তিরবাজার মহকুমার বাইখোরা এলাকায়।
এই দুর্ঘটনায় আহত হয় আরও দুই জন। জানা যায় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি মাঝ রাস্তায় উল্টে যাওয়ার ফলে ঘটে এই দুর্ঘটনা। জানা যায় TR-08D-0700 নাম্বারের গাড়ি নিয়ে মঙ্গলবার দুপুরে উদয়পুর থেকে বিলোনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল পলাশ দাস, পার্থ মজুমদার ও প্রদীপ চৌধুরী। পলাশ দাস গাড়ি চালাচ্ছিল। চিত্তামারা এলাকায় যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি মাঝ রাস্তায় উল্টে যায়।
এতে আহত হয় গাড়িতে থাকা তিন জন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান দমকল বাহিনীর কর্মীরা পরীক্ষা নিরিক্ষার পর আহত পলাশ দাসকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। তবে আহত বাকি দুই জনের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।