স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : সকালে আগুনে পুড়ল রাজধানীর শকুন্তলা রোড স্থিত কে দাস মার্কেটের মধ্যে থাকা ইন্ডিয়ান ব্যাংকের আগরতলা শাখা। ঘটনা এদিন সকাল ছয়টা নাগাদ। স্থানীয়রা ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দেখে ব্যাংকের স্টার্টার বন্ধ পায়। তখন স্টার্টার ভেঙ্গে ব্যাংকে প্রবেশ করে তারা।
তারপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল কর্মীরা জানান সকাল ছয়টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দমকল কর্মীরা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারে শট সার্কিট থেকে নাকি আগুন লেগেছে। কিন্তু দমকল কর্মীরা বুঝে উঠতে পারছে না কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ব্যাংকের এক কর্মী জানান, অগ্নিকাণ্ডে দুটি কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী পড়ে গেছে। আরো জানান, ব্যাংকে কোন নৈশ প্রহরী রাতের বেলা থাকে না। ব্যাংক কর্মীর এ ধরনের বক্তব্য থেকে অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছে।