স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : বার্ধক্য জনিত রোগে অসুস্থ পদ্মশ্রী থাঙ্গা ডার্লং। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে কৈলাসহরের মুরুইবাড়ী গ্রামে থাঙ্গা ডার্লং -এর বাড়িতে যান ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শুরু হয়েছে চিকিৎসা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডা. সুপ্রিয় মল্লিক ঊনকোটি জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. শঙ্খ শুভ্র দেবনাথকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত থাঙ্গা দারলং এর শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্য বলেন।
জানা গেছে বেশ কিছুদিন ধরে রসেম বাদক থাঙ্গা ডার্লং বার্ধক্য জনিত কারণে বিছানায় শয্যাশায়ী। তিনি বর্তমানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। কথাও বলতে পারছেন না। থাঙ্গা ডারলং এর বর্তমান বয়স ১০৩। বর্তমানে মুড়ুই বাড়ি স্থিত তাঁর কন্যার বাড়িতে রয়েছেন। জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. শঙ্খ শুভ্র দেবনাথ নিজে মুড়ুই বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর সহ চিকিৎসা করেন। প্রাথমিকভাবে পদ্মশ্রী থাঙ্গা ডারলং এর সুগার টেস্ট করা হয়। ডা. শঙ্খ শুভ্র দেবনাথ জানান, সুগার স্বাভাবিক। আগামীকাল জেলা হাসপাতালের প্যাথলজির একজন টেকনিশিয়ান রক্তের নমুনা সংগ্রহ করবে। তারপর তার সমস্ত শারীরিক পরীক্ষার পর আগামীকাল পুনরায় জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক থাঙ্গা ডারলং -এর বাড়িতে গিয়ে চিকিৎসা করবেন। বর্তমানে ২৪ ঘন্টা থাঙ্গা ডারলং -এর শারীরিক অবস্থার খবর রাখছেন চিকিৎসকরা। এর আগে থাঙ্গা ডারলংকে দেখতে যান মন্ত্রী টিংকু রায়।