স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : পৃথকভাবে দূর্গা পূজা করা নিয়ে দুই গোষ্ঠীর মারপিট, আহত ৬ ঘটনা বিশালগড় ১ নং চন্দ্রনগর, আটক ১ অভিযুক্ত। ঘটনার বিবরণে জানা যায়, এলাকায় মহিলারা মিলে পৃথকভাবে দুর্গাপূজা করে। আর এটাই চক্ষুশূল হয় কতিপয় ব্যক্তির কাছে। অভিযোগ এরপর থেকেই মহিলা উদ্যোক্তাদের মধ্যে একজনের সঙ্গে শুরু হয় ঝামেলা। শেষ পর্যন্ত এই ঘটনা গড়ায় মারপিটে।
হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনা বিশালগড় ১ নং চন্দনগর এলাকায়। মারপিটের ঘটনায় আহত হয় চার জন। তাদের মধ্যে একজনকে টি এম সি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে প্লাটা আক্রমণের অভিযোগ তুলেছে অভিযুক্তরা। তবে সূত্রের খবর পারিবারিক ঝামেলা থেকেই এই ঘটনা। চারজন আক্রান্তের মধ্যে একজনের নাম সুশান্ত দেব। সে একটি সংস্থায় কাজ করে। সোমবার তাকে অভিযুক্তরা মিলে আকণ্ঠ মদ্যপান করায়। সেখানে কিছুটা ঝামেলা হয়। এরপর নেশাগ্রস্থ বাড়ি এলে আক্রমণকারীরা তাকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে। সুশান্তকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে আরো তিনজন। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।