স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : চার দিন পর উদ্ধার হল সিভেট ক্যাট জাতীয় বন বিড়াল। আগরতলা শহরতলী নাগিছড়া এলাকায় সিভেট ক্যাট জাতীয় বন বিড়ালটি পরিত্যক্ত একটি জলের ট্যাঙ্কে মধ্যে আটকে পড়েছিল।
পৌশম -এর সদস্যরা সোমবার খবরটি পেয়ে দ্রুত সেখানে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতা সিভেট ক্যাট জাতীয় বন বিড়ালকে উদ্ধার করে বনদপ্তরে কর্মীদের হাতে তুলে দেয়। দীর্ঘ নয় বছর ধরে পৌশম প্রানিদের স্বার্থে কাজ করে চলেছে।