Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমদ খেয়ে মাতলামি করার অভিযোগে গ্রেফতার সাব ইন্সপেক্টর

মদ খেয়ে মাতলামি করার অভিযোগে গ্রেফতার সাব ইন্সপেক্টর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : “মুঝকো  পিনা হে পিনে দো, মুঝকো জিনা হে জিনে দো”-এই গানের লাইনটি যেন এবার বাস্তবে রূপ পেল তেলিয়ামুড়া থানার এক মাতাল পুলিশ অফিসারের মাতাল সুলভ আচরণে বলে গুঞ্জন শুরু হয়েছে।তেলিয়ামুড়া থানায় কর্তব্যরত পুলিশ অফিসার এস.আই  রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে এ ধরনের মাতলামি অভিযোগ। জানা যায়, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সমান থাকলেও ও.সি একেবারে পছন্দের সুপাত্র হওয়ার সুবাদে সবকিছু মাফ হয়ে গেলেও এবার এই পুলিশ অফিসার রামকৃষ্ণের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট ৯০ ধারায় গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে।

 সোমবার তেলিয়ামুড়া থানার ওই সাব-ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস মাত্রা তিরিক্ত মদমত্ত অবস্থায় কর্তব্যরত অবস্থায় থাকাকালীন সময় উশৃঙ্খলতা সহ মাতলামি’তে অতিষ্ঠ করে তুলে থানা সহ থানার আশপাশ এলাকার মানুষকে বলে অভিযোগ। তার একের পর এক এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ কর্মীরা। এবার মাতাল সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ’কে গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এ বিশেষ স্থানীয় থানার একটি অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয় নিয়ে স্পষ্ট ভাবে কোন মুখ খুললেন। তবে বিষয়টি নিয়ে যে তদন্ত চলছে সেটা তিনি উল্লেখ করেছেন। উল্লেখ, গত দূর্গা পূজায় এই সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস নেশাগ্রস্থ অবস্থায় সাধারণ মানুষজনকে হেনস্থার সহ মারধোর করেছিল বলে অভিযোগ উঠেছিল। কিন্তু তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে কোন ধরনের ব্যাবস্থা গ্রহণ করেনি রাজ্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ। এখন এটাই দেখার বিষয় কি ধরনের ব্যাবস্থা গ্রহণ করেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য