স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দীপাবলির রাতে আরো এক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তম ভক্ত চৌমুনীর ঠাকুরপাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। এলাকার বাসিন্দা ব্যবসায়ী দুলাল দেবনাথ রবিবার রাতে পরিবারের সকলকে নিয়ে কালী পূজায় যান।
এই সুযোগে ওনার বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে চোরেরা। বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে গোটা চুরির ঘটনা। চোর ঘরের দরজার তালা ভেঙ্গে ঘর থেকে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং আনুমানিক ২ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পড়ে বাড়ির মালিক দুলাল দেবনাথ বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করে আমতলি থানার পুলিশকে খবর দেন। দুলাল দেবনাথের বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক যুবক বাড়ির লোকের অনুপস্থিতিতে ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা সংগঠিত করেছে। বাড়ির মালিক জানান সিসি ক্যামেরার ফুটেজে চোরের স্পষ্ট ছবি দেখা গেলেও, তাকে এলাকায় আগে দেখা যায় নি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।