Saturday, July 27, 2024
বাড়িরাজ্যশ্লীলতাহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত নির্যাতিতার পরিবারের

শ্লীলতাহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত নির্যাতিতার পরিবারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সুভাষ নগর এলাকায় এক মহিলা তার আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় এলাকার দুর্বৃত্তদের হাতে ছিল শ্লীলতাহানির স্বীকার বলে অভিযোগ। মহিলার শরীরে দুর্বৃত্তরা হাত দেওয়ার সাথে সাথে মহিলা চিৎকার শুরু করেন। তখন আশেপাশের মানুষজন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে মহিলাকে শ্লীলতাহানি করেছে দুর্বৃত্তরা। তখন আশেপাশে মানুষের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে মহিলার বাড়ির লোকজনেরা।

 তখন মহিলাকে এবং মহিলার পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে অভিযুক্ত সুমন দাস, শুভঙ্কর দেবনাথ সহ তাদের সাঙ্গপাঙ্গরা। পরবর্তী সময় তাদের হাতে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসে মহিলা পরিবার। কিন্তু দুর্বৃত্তরা তাতে ক্ষান্ত থাকে নি। পরবর্তী সময়ে বাড়িতে এসে আবার দা লাঠি নিয়ে হামলা চালায়। পাশাপাশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। এই ঘটনার সুবিচার চেয়ে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হয় নির্যাতিতার পরিবার। শুরু হয় পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ। পুলিশ তাদের জানায় থানায় মামলা দায়ের করার জন্য। তারপর গাড়িতে তুলে তাদের পূর্ব আগরতলা মহিলা থানায় পাঠায় মুখ্যমন্ত্রী নিরাপত্তার বলয়ে থাকা পুলিশ কর্মীরা। তারপর পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা করেন নির্যাতিতা। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে কিনা। নারী শক্তির পূজার রাতে এ ধরনের বর্বরতা মূলক কান্ড কারখানা রীতিমতো আইনশৃঙ্খলার দিকে আঙ্গুল উঠতে শুরু করেছে। নির্যাতিতার পরিবারের একজন প্রাক্তন বুথ সভাপতি। কোন সূত্রে এই ঘটনা তা পুলিশের সুষ্ঠু তদন্তে বের করে আসতে পারে বলে মনে হচ্ছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য