Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যবি এস এফ - জওয়ানদের সঙ্গে সময় কাটালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বি এস এফ – জওয়ানদের সঙ্গে সময় কাটালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে কিছু সময় সীমান্তে প্রহরারত বি এস এফ – জওয়ানদের সঙ্গে কিছু সময় কাটালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন আখাউড়া ইন্টগ্রেটেড চেকপোষ্টে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী। এরপর চেকপোষ্টে  গিয়ে রিট্রেটিং-এ অংশ নেন তিনি। বি এফ এফ-র কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সীমান্তে বি এফ এফ জওয়ানদের সঙ্গে প্রদীপ প্রজ্বলন করেন।

 আখাউড়া সীমান্তে কর্তব্যরত বি জি বি-র আধিকারিকদের হাতে তুলে দেন মিষ্টি। সেখানে কর্তব্যরত বি এফ এফ জওয়ান এবং আধিকারিকদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন। দীপাবলির শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রতিবছর বি এফ এফ- জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিয়ে আসেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গোটা রাষ্ট্র একসঙ্গে দীপাবলি উৎসবে সামিল হয়েছে। সকলের জীবনকে আলোকিত করার পাশাপাশি সুখে সমৃদ্ধিতে ভড়িয়ে দেয় তাঁর প্রার্থনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ঘর থেকে অনেক দূরে থাকলেও মনের দিক থেকে সকলে একসঙ্গে রয়েছে বলেও জানান। দুই দেশ এক হয়ে গেছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য