স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : মুহুরী অমিত আচার্য-র হত্যার ঘটনায় ধৃত আইনজীবী গোপাল সিং-কে ২৪ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। সোমবার তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত গোপাল সিং-কে আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আদালত পুলিশ রিমান্ডের আর্জি খারিজ করে দিয়ে অভিযুক্তকে জেল হেপাজতের নির্দেশ দেয়। জানা যায়, ৫ সেপ্টেম্বর পূর্ব শক্রতার জের ধরে আদালত চত্বরে মারপিটে জড়ায় মুহুরী ও আইনজীবী।
অভিযোগ দুইজন আইনজীবী ও তিনজন মুহুরী মিলে ব্যাপক মারধোর করে আদালতে লাইসেন্সপ্রাপ্ত মুহুরী অমিত আচার্যকে। জেলা আদালতে তার উপর প্রানঘাতী আক্রমণ চালানো হয়। মারপিটের জেরে গুরুতর আহত হয় মুহুরী অমিত আচার্য। তাঁকে প্রথমে ভর্তি করা হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। তারপর জিবি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১২ সেপ্টেম্বর তাকে বহিঃরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর ভোরে মৃত্যু হয় মুহুরী অমিত আচার্যর। ২৩ সেপ্টেম্বর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করেন মৃত অমিত আচার্যর পিতা দিলিপ আচার্য। থানায় মামলা দায়ের হওয়ার পর গা ঢাকা দেয় ৫ অভিযুক্ত। অবশেষে রবিবার পুলিশের নিকট সংবাদ আসে এই মামলার অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং–কে তার বাড়ির আশেপাশে দেখা গেছে।
সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে আইনজীবী গোপাল সিং-কে গ্রেপ্তার করে। সোমবার তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে অভিযুক্ত আইনজীবী গোপাল সিং-কে আদালতে সোপর্দ করে পুলিশ। সরকার পক্ষের আইনজীবী দিলিপ দেবনাথ জানান ধৃত গোপাল সিং-এর সাথে আরও চার অভিযুক্ত রয়েছে। তারা এখনো পলাতক। এইদিন আদালতে ধৃত অভিযুক্তর পুলিশ রিমান্ডের আবেদনের সমর্থন করে তিনি সাওয়াল করেছেন। পাশাপাশি ধৃত অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার দাবি জানান।এইদিন আদালতে অভিযুক্ত ধৃত আইনজীবী গোপাল সিং-এর পক্ষে সাওয়াল করেন আইনজীবী শঙ্কর লোধ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মৃত অমিত আচার্য-কে ১৮ দিন পূর্বে মারধর করেছে গোপাল সিং। এই ঘটনার পর অমিত আচার্যকে প্রথমে আইজিএম ও পড়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতাল থেকে ছাড়াও পান অমিত আচার্য। পরবর্তী সময় পরিবারের লোকজন তাকে কোলকাতা এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অমিত আচার্য-র। কিন্তু এতে প্রমান হয় না যে গোপাল সিং-এর মারধরের ফলে অমিত আচার্য-র। আদালতে এইদিন বিষয়টি তুলে ধরা হয়েছে। এবং ধৃত গোপাল সিং-এর পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে দিয়ে জামিনের আবেদন মঞ্জুর করার দাবি জানানো হয়েছে। আদালতে বিচারপতি এইদিন উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনার পর শুনানি শেষে প্রাথমিক ভাবে রায় সংরক্ষিত রাখেন। পরবর্তী সময় আদালত ধৃত অভিযুক্ত আইনজীবী গোপাল সিং-এর তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে দিয়ে অভিযুক্তকে ২৪ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেয়। মুহুরি অমিত আচার্য-র মৃত্যুর পর তাঁর বাবা মোট ৫ জনের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। তাঁর মধ্যে গোপাল সিং-কে পুলিশ গ্রেপ্তার করলেও পলাতক বাকি অভিযুক্তরা।