স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছে রাজ্যের মানুষ। সর্বত্র আলো ঝলমলে পরিবেশ। রবিবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। এদিন বিকেলে প্রথমে মুখ্যমন্ত্রী যান আগরতলা আনন্দময়ী আশ্রমে। সেখানে পূজা দেন ও আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এর পরে তিনি যান টাউন বড়দোয়ালি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত কালী পূজায়। সেখানে পূজা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, বড়দোয়ালি বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বড়দোয়ালি মণ্ডল এলাকার পুর নিগমের কর্পোরেটররা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন বলেন সকলেই সারা বছর এদিনের জন্য অপেক্ষা করেন। তিনি রাজ্যবাসীকে দীপাবলি উপলক্ষে রাজ্য সরকার ও নিজের ব্যক্তিগত তরফে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ত্রিপুরা সরকারও রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন। এদিন অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দিরের পূজারিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শাসক দলের যুব সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।রবিবারের পাশাপাশি সোমবারও মহাপ্রসাদ বিলি করা হবে।