স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : আলোর উৎসব দীপাবলিতে শহরের নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম জেলার পুলিশ সুপার ডাঃ কিরন কুমার কে।
তিনি জানান এবার পশ্চিম জেলায় কালি পূজা হচ্ছে ২৯৫ টি। এর মধ্যে শহরে এলাকায় ২০৭ টি জায়গায় এবং গ্রামীণ এলাকায় ৮৮ টি এলাকায় পূজার আয়োজন করা হয়েছে। পুজোর সময়ে আইন শৃঙ্খলা জনিত ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত ১৭০ জন টিএসআর পাওয়া গেছে। ১৬ সেকশন সিআরপিএফ-কে মোতায়েন করা হয়েছে। ৩৪ জন মহিলা পুলিশ ও ২৫০ জন সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। এ ডি নগর পুলিশ লাইনে কালীপূজায় এইবার ভীড় হবে। তার জন্য পৃথক ভাবে আরক্ষা কর্মী থাকবে। দুর্গা পূজার মত কালীপূজা শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার ডাঃ কিরন কুমার কে। সকলকে পুজোর সময়ে সতর্কতা অবলম্বন করে গ্রিন বাজী ফোটানোর আহ্বান জানান। বেআইনি শব্দবাজী ফাটানো থেকে বিরত থাকার বার্তা দেন। দীপাবলি ও কালী পূজা উপলক্ষ্যে এডিনগর পুলিশ মাঠে আতসবাজীর বিশেষ আয়োজন রাখা হয়েছে। বেআইনি শব্দবাজী বিক্রি এবং ফাটানো বন্ধ করতে বিশেষ টিম কাজ করছে। ইতিমধ্যেই অভিযান শুরু হয়ে গেছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার।