স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : আলোর উৎসব দীপাবলি। ইতিমধ্যে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির। প্রতি বছরের মত এ বছরও উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে মেলার আয়োজন করা হয়েছে। ১২ নভেম্বর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
শনিবার মন্দির প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। তিনি জানান, সন্ধ্যা ৭.৩৫ মিনিটে দর্শনার্থীদের মায়ের দর্শন করার সুযোগ মিলবে। শান্তিপূর্ণভাবে যাতে সকলের মায়ের দর্শন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি বিকাল পাঁচটায় মঙ্গল আরতির আয়োজন করা হয়েছে। মাতাবাড়িতে দর্শনার্থীরা গিয়ে যাতে সুষ্ঠুভাবে মায়ের দর্শন করতে পারে তার জন্য মুক্ত মঞ্চ থাকবে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহরায়, জেলা শাসক তড়িৎ মোহন চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, গোমতি জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ অন্যান্যরা।