স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : গোটা দেশবাসী এক দুর্বিষহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিরোধী যে নীতি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার অগ্রসর হচ্ছে তার বিরুদ্ধে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বিগত দিনে যেভাবে আন্দোলন সংঘটিত করা হয়েছে, একইভাবে আগামী দিনেও আন্দোলন চলবে। সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের ৪২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে এ কথা বলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে।
এদিন মেলারমাঠ স্থিত কৃষক – ক্ষেত মজদুর ভবনে পতাকা উত্তোলন করেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। ১৯৮২ সালের ৮ থেকে ১১ নভেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সর্ব ভারতীয় সম্মেলনের মাধ্যমে সার ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে। কৃষি শ্রমিকদের রাজনৈতিক দৃষ্টিকোন থেকে একত্রিত করার জন্য দায়িত্ব পালন করে আসছে সংগঠন। কৃষি শ্রমিকরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ভাবে আক্রান্ত বলে জানান ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। আয়োজিত কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।