স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : নাকা তল্লাশির সময় আটক হল গাঁজা। শুক্রবার রাতে BR 11 X 8216 নম্বরের একটি গাড়ি চেকিং করার পর ৫ কেজি শুকনো কাজা উদ্ধার হয়। গাড়িতে থাকা তিন বিহারের যুবক শেখর কুমার মন্ডল, জিতেন্দ্র মন্ডল, সীতারাম মন্ডলকে আটক করে আমবাসা থানার পুলিশ।
এস ডি পি ও জানান, গাড়িতে তল্লাশি চালানোর সময় গাঁজার গন্ধ পায় পুলিশ। পুলিশের সন্দেহ হয়। পুলিশ তখন গাড়ির ভিতর একটি চাকার মধ্যে গাঁজার প্যাকেটগুলি লক্ষ্য করে। পুলিশ গাড়িতে থাকে তিনজনকে আটক করে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।