স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : শব্দ দূষণ নিয়ে নড়েচড়ে বসলেন সদর মহকুমা প্রশাসন। দীপাবলীর আগের দিন অর্থাৎ শনিবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদর মহকুমা শাসকের নির্দেশে তিনজন ডিসিএম ও পুলিশ।
অভিযানে প্রচুর পরিমাণে শব্দবাজি আটক করেন প্রশাসনিক প্রতিনিধি দল। পরবর্তী সময় তারা জানান, শব্দ দূষণ রুখতে মহকুমা শাসকের নির্দেশে অভিযান চালানো হয়েছে। অভিযানে দু’বস্তা শব্দবাজি আটক করা হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান তারা। কিন্তু শব্দ দূষণ ঘটায় এমন বাজি বাজারে অধিকাংশ দোকানে বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কড়া পদক্ষেপ দেখা যায়নি সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে।