Monday, January 13, 2025
বাড়িরাজ্যসিলিন্ডার চুরি রুখে দিল ধর্মনগর থানার পুলিশ

সিলিন্ডার চুরি রুখে দিল ধর্মনগর থানার পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : দীর্ঘদিন ধরে ঢুপিরবন্দ, রামনগর, উত্তাখালী এলাকা জুড়ে গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে সিলিন্ডার চুরি হওয়ার ঘটনা ঘটছিল। তা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হলেও এ ধরনের চুরির লাগাম টানতে পারছিল না পুলিশ । অবশেষে বৃহস্পতিবার ভোররাতে ধর্মনগর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঢুপিরবন্দ এলাকায় অভিযান চালায়। আর তাতেই আসে সাফল্য। সিলিন্ডার চুরির সময় ঘটনাস্থলে হাজির হয় ধর্মনগর থানার পুলিশ।  সেখানে একটি ছয় চাকার গাড়ির মধ্যে ৩৪০ টি ভর্তি সিলিন্ডার ছিল।

গাড়ির নম্বর TR 05 F 1783। একইসঙ্গে এই  এলাকা থেকে একটি খালি সিলিন্ডার ভর্তি অটোও পুলিশের সার্চ লাইটের আলোতে আসে। এই অটোর নম্বর TR 05 D 1753।  অটোর  চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকের চালক নাসির এবং সহচালক অশোক দাসকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সিলিন্ডার ভর্তি গাড়ি এবং খালি সিলিন্ডার সহ অটোটিকে ধর্মনগর থানার পুলিশ আটক করে নিয়ে আসে ধর্মনগর থানায় । মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান এখনো তদন্ত চলছে। বড় গাড়ির চালক ও সহচালককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তারপর ফুড এবং সিভিল সার্ভিসের হাতে তুলে দেওয়া হবে। এই দপ্তরের আধিকারিকরা  সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করবে।

এই তদন্ত শেষ  হওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ট্রাক গাড়ি থেকে AS 25 C 9207 নম্বরের আরো একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে।  কিছু সংখ্যক এলাকাবাসীর সহায়তায় এই এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে  গ্যাস ভর্তি সিলিন্ডারের পরিবর্তে খালি গ্যাস সিলিন্ডার দিয়ে পূর্ণ করে রাজ্যের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন গ্যাস এজেন্সির মালিকরা গাড়ির মধ্যে পুরোপুরি ভাবে গ্যাস ভর্তি সিলিন্ডারের পরিবর্তে গ্যাস ভর্তি সিলিন্ডারের পাশাপাশি বেশ কিছু খালি সিলিন্ডার এইভাবেই পেয়ে যাচ্ছে। তা নিয়ে বিভিন্ন সময়ে দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে একাধিক গ্যাস এজেন্সির তরফে। কিন্তু কোথায় কিভাবে দিনের পর দিন গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে ভর্তি সিলিন্ডারের পরিবর্তে খালি সিলিন্ডার দিয়ে পূর্ণ হচ্ছে তা নিয়ে প্রশাসন তৎপর ছিল। সত্যিকার অর্থে এর পেছনে আসল কি রহস্য রয়েছে এবারে তা উদঘাটনে সফলতা আদায় করতে পারবে সংশ্লিষ্ট দপ্তর এবং পুলিশ প্রশাসন।  সংশ্লিষ্ট দপ্তর এবং পুলিশ প্রশাসন  তাদের তদন্ত এবারে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য