স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক হয় বৃহস্পতিবার। মূলত দুটি বিষয়ে আলোচনা হয় রাজ্য কমিটির বৈঠকে। এই বৈঠকে সাংগঠনিক শক্তি ও তার প্রসার নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ৫০ উর্ধ্ব সদস্যদের নিয়ে একটি কনভেনশকরা হয়। কৃষকদের আন্দোলন নতুন ধারার মধ্যে ছড়িয়ে দিতে কনভেনশনে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার বৈঠক শেষে মেলারমাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি বলেন বর্তমান সরকার কৃষক বিরোধী। তাই কৃষকদের দাঁতের দাঁত চেপে লড়াই করতে হচ্ছে। কারণ কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এ সরকার। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামী ২৬ নভেম্বর জেলা ও মহকুমা সদর কার্যালয়ে হবে ধর্না। ২৮ নভেম্বর রাজভবন অভিযান অনুষ্ঠিত হবে। রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে এই অভিযানে সামিল হবেন ৫ হাজার সদস্যরা। অন্যদিকে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হান্নান মোল্লা জানান মানুষকে ঠকিয়ে ভোট নিয়েছে সরকার ও তার প্রধান। তিন কালা কানুন এনে কৃষকদের সর্বনাশ করা হয়েছে। এর বিরুদ্ধে লড়াই করেছে কৃষকদের সংগঠন। ৭৫০ জন এতে শহীদ হয়। বাধ্য হয়ে সরকারকে তিনটি কালা কানুন বাতিল করা হয়। কৃষক আন্দোলন গন আন্দোলন তৈরি করেছে। একে চাঙ্গা করতে সারা দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।