স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, অনৈতিক সম্পদ কর বৃদ্ধি, বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন অভিযোগ তুলে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি বলেন আচ্ছে দিনের প্রবক্তা নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ বিশ্বের ক্ষুধার্ত দেশের মধ্যে ১১১ তম স্থানে রয়েছে ভারত। দেশে ৯ জনের মধ্যে একজন বেকার হয়েছে। আবার এর মধ্যে দাঁড়িয়ে দেশে ও রাজ্যে নিত্য প্রয়োজনে সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনিক টিম লোক দেখানো অভিযান করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা বিজেপির লালিত পালিত হয়ে মুনাফা লুটছে। সব কিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের প্রায় ৮০ কোটি মানুষের এখন রেশন থেকে চাল কেনার সামর্থ্য নেই। আর এই অবস্থায় দাঁড়িয়ে সরকারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এভাবে চলতে দেওয়া হবে না। আগামী দিনে এগুলির বরদাস্ত না করে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তিনি।