স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : জাতীয় সড়কে আক্রান্ত এক অটো চালক। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়। আহত অটোচালকের নাম জয়নাল হোসেন, তার বাড়ি বিশালগড়ের রতন নগর এলাকায়। জানা যায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে জয়নাল হোসেন তার অটো দিয়ে বিকল হয়ে যাওয়া অপর একটি অটোকে টেনে নিয়ে যাচ্ছিল।
বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকায় যাওয়ার পর পিছন থেকে TR-01BU-0418 নাম্বারের একটি ছোট গাড়ি আসে। গাড়িটি সাইড দেওয়ার জন্য অটোটিকে উদ্দেশ্য করে হর্ন বাজাতে থাকে। অটো চালক জয়নাল হোসেন সাথে সাথে ছোট গাড়িটিকে সাইড দিতে ব্যর্থ হন। কারন তিনি বিকল হয়ে যাওয়া অপর এক অটোকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তখন ছোট গাড়িটি অটোকে ওভারটেক করে জয়নাল হোসেনের অটোর রাস্তা আটক করে।
এবং ছোট গাড়িতে থাকা তিন যুবক অটো চালক জয়নাল হোসেনকে বেধড়ক ভাবে মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ছোট গাড়িতে থাকা অভিজিৎ বণিক, সৌরভ রুদ্র পাল এবং প্রশান্ত সরকারকে আটক করে গাড়ি সহ থানায় নিয়ে যায়। আক্রান্ত অটো চালক জানান কোন কিছু বুঝে উঠার আগেই ছোট গাড়িতে থাকা তিন যুবক গাড়ি থেকে নেমে ওনাকে বেধড়ক ভাবে মারধর করেছে।